আপনার রোপনকৃত একটি চারা আগামী প্রজন্মের জন্য শ্রেষ্ট উপহার। ‘নূর-আয়েশা খাঁন ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপনের অংশ হিসাবে ২৮/০৯/২০২০ ইং সকাল ১০ টায় শিলখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম কাছারীমোড়া জামে মসজিদে নূর-আয়েশা খান ফাউন্ডেশনের বনজ,ফলজ ও ঔষুধী চারাগাছ রোপণ অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উক্ত মসজিদের খতীব ও,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এছাড়া নূর-আয়েশা খান ফাউন্ডেশনের সদস্যবৃন্দ।
স্থানঃ- শিলখালী ইউনিয়ন,
১নং ওয়ার্ড, পশ্চিম কাছারীমোড়া কালু সওদাগর জামে মসজিদ*