শহীদুল ইসলাম সোহাগঃ
খেলা মানে আনন্দ খেলা মানে বিনোদন এই স্লোগানকে স্বাগত জানিয়ে নয়াবাজারের ঐতিহ্যবাহী অরাজনৈতিক সেবামূলক সামাজিক সংগঠন নয়াবাজার আদর্শ ঐক্য পরিষদের ক্রীড়া বিভাগের আয়োজনে উক্ত সংগঠনের সদস্য নিয়ে দুই দলে বিভক্ত করে। (লাল দল বনাম সবুজ দল)।আজ নয়াবাজার কাছারপাড়া মিনি স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় লাল দলের অধিনায়ক ছিলেন রবিউল আলম এবং সবুজ দলের অধিনায়ক ছিলেন লুৎফুর রহমান। ম্যাচেরফলাফলঃ লাল দল – ০১ সবুজ দল – ০২ সবুজ দলের পক্ষে গোল করেছে ; রুবেল ১গোল এবং ইব্রাহীম ১গোল।
খেলা শেষে উক্ত পরিষদের সভাপতি শাকের হোসাইন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জুয়েল উভয়দলকে ধন্যবাদ জানান সুন্দরভাবে খেলা উপহার দেওয়ার জন্য এবং ক্রীড়া বিভাগের প্রশংসা ও ধন্যবাদ জানান এমন একটি আয়োজন করার জন্য।