শহীদুল ইসলাম সোহাগঃ
বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নিখোঁজ তরুণ। আজ ভোরে টেকনাফ বাহার ছড়া নোয়াখালী পাড়া ঝর্ণায় নিখোঁজ ছেলেটির লাশ সাগর পাড়ে ভাসমান অবস্থায় পাওয়া গেছে! নিহতের নাম মোহাং সাইফুল ইসলাম পিতা ওসমান মাঝি গ্রামঃ ছোট হাবির পাড়া,টেকনাফ সদর।
উল্লেখ্য যে, ভোরে প্রচুর বৃষ্টি হওয়াতে পানির নিচে তলিয়ে যাওয়া ছেলের মৃত শরীর পাহাড়ি ঢলের স্রোতে খাল দিয়ে ভেসে সাগর পাড়ে চলে আসে!ভোরে ইউনিয়ন সিপিপির আব্দুল্লাহ আল মাসুনের নেতৃত্বে লাশ উদ্ধার করে, স্হানীয় প্রশাসনকে অবহিত করে পরিবারের সদস্যদের লাশটি হস্তান্তর করে। দীর্ঘ ১৫ ঘন্টার উদ্ধার।