হুমায়ুন কবির, নেত্রকোণাঃ
পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মনি আক্তারের হত্যাকারীকে আটক করেছে নেত্রকোণা জেলা পুলিশ। চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল হোতা বারহাট্টা উপজেলার, রায়পুর ইউনিয়নের মান্দারতলা(নয়াপাড়া) গ্রামের সুলতান মিয়া(২৫)। সে ঐ গ্রামের রাশিদ মিয়ার ছেলে।
গত শুক্রবার সকালে হাত,মুখ বাধা অবস্থায় মৃত অবস্থায় মনিকে গ্রামবাসী দেখে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ নিয়ে নেত্রকোণা সদর হহাসপাতালের মর্গে পাঠায়।
খুনি সুলতান মনিকে নির্যাতন করে মেরে জঙ্গল ফেলে যায় বলে অভিযোগ। মনি প্রাইভেট পড়ার জন্য পাশের গ্রামে যায়। পরে আর সে ফিরে আসেনি। সুলতান তাকে বিভিন্ন সময় যৌন হয়রানি করতো বলে অভিযোগ রয়েছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে আছে। এলাকাবাসী খুনির ফাঁসি দাবি করে সামাজিক মাধ্যমে সোচ্চার প্রতিবাদ করছে।