রো বিশ্বব্যাপী আতঙ্কের নাম হয়ে পরেছে নোবেল করোনাভাইরাস। বিশ্বের সাথে তাল মিলিয়ে এর সাথে বাংলাদেশেও এর প্রভাব বিস্তার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
ইতোমধ্যে কেড়ে নিয়েছে অনেক প্রাণ, যার নাম মহামারী করোনা ভাইরাস। অপরপক্ষে দেশের প্রায় অনেক জেলাগুলোকে অবরুদ্ধ ঘোষনা করায় হতদরিদ্র,দিনমজুর ও অসহায় মানুষদের জীবন হয়ে গেছে দূর্বিষহ।
জনজীবন চলা যেন হয়ে গেছে কষ্টসাধ্য।
আর এই দূর্দিনে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। বিভিন্ন মাধ্যমে দেওয়া হচ্ছে ত্রাণসামগ্রী । কিন্তু দূর্ভাগ্য হলেও সত্য প্রতিনিয়ত দেশের বিভিন্ন এলাকায় শুনতে হয় অসহায় মানুষের আর্তনাদ আর ত্রাণ চুরির খবর।
এ কেমন ব্যবস্থা বাংলাদেশ প্রসাশনের তা আর বলার বাহুল্য রাখেনা ।
আগে ত্রাণ না আগে প্রাণ???
কবে মানুষ হব আমরা?
কবে অসহায় মানুষের পাশে দাড়াব?
কবে শেষ হবে এই আর্তনাদ?
কবে পাব সুস্থ পৃথিবী! এই আশায় দিন কাটছে মানবতার।
ফিরে আসার সময় এসেছে।
সময় এসেছে ভাল মানুষ হওয়ার। অতীতের ভূলগুলোর জন্য ক্ষমা চেয়ে পরবর্তী সমাজজীবনে ত্রুটি মুক্ত থাকার সর্বাত্মক প্রচেষ্টা করা ।