প্রজন্ম প্রতিবেদকঃ
আতালান্টার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচটি রূদ্ধদ্বার স্টেডিয়ামে খেলেছিল ভ্যালেন্সিয়া। কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশ্বব্যাপী ভীতি ছড়ানো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দলটির নয়জন ফুটবলার ও স্টাফ।
প্রথমে ভ্যালেন্সিয়ার আর্জেন্টাইন ডিফেন্ডার এজকুয়েল গ্যারে প্রথম করোনায় আক্রান্ত হন। এরপর ধীরে ধীরে বাড়তে থাকে আক্রান্ত ফুটবলারের শঙ্কা। দলটির শীর্ষ পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে জোসে গায়া এবং ইলাকুইয়াম মাঙ্গালাও করোনায় আক্রান্ত হয়েছেন।
আক্রান্তদের জরুরি ভিত্তিতে আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ভ্যালেন্সিয়া কর্তৃপক্ষ। সবারই উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে ক্লাবটি।
সারাবিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় দুই ল্লাখ মানুষ। এরই মাঝে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এমতাবস্থায় করোনাভাইরাসকে মহামারি হিসেবেই দেখা হচ্ছে পুরো বিশ্বে।